Beauty Tips


  1. চুল ঘন করতে পেঁয়াজের রস :
    পেঁয়াজ ব্লেন্ড করে রস বের করে স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করুন। এটি চুল পড়া কমায় ও ঘন চুল গজাতে সাহায্য করে।
  2. ত্বকের মৃত কোষ দূর করতে চিনি স্ক্রাব :
    চিনি ও অলিভ অয়েল মিশিয়ে মুখ বা শরীরে ঘষুন। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের ডেড স্কিন তুলে মসৃণ করে।
  3. ঠোঁটের কালচে ভাব দূর করতে দুধ :
    কাঁচা দুধ তুলায় ভিজিয়ে ঠোঁটে লাগান। প্রতিদিন রাতে করলে ঠোঁট ফর্সা ও নরম হবে। এটি প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে।
  4. গলার কালো দাগ দূর করতে আলুর রস :
    আলু বেটে রস বের করে গলায় লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি কালচে ভাব হালকা করে ও ত্বক উজ্জ্বল রাখে।
  5. চোখের নিচে বলিরেখা কমাতে ভিটামিন ই অয়েল :
    ভিটামিন ই ক্যাপসুলের তেল নিয়ে চোখের চারপাশে লাগান। রাতে শোবার আগে করলে ত্বক টানটান থাকবে। নিয়মিত ব্যবহারেই ফল পাওয়া যায়।
  6. মুখের রোদে পোড়া দাগ কমাতে মুলতানি মাটি :
    মুলতানি মাটি, গোলাপজল ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে শুকালে ধুয়ে ফেলুন। ত্বক ঠান্ডা ও ফর্সা হবে।
  7. চুলে প্রাকৃতিক পুষ্টি দিতে নারকেল দুধ :
    নারকেল দুধ চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এটি চুলে প্রোটিন সরবরাহ করে ও রুক্ষতা কমায়।
  8. হাত ও পা ফর্সা করতে চালের গুঁড়া ও টক দই :
    দুটো মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে হালকা ঘষে ধুয়ে ফেলুন। এটি ট্যান দূর করে ও ত্বক উজ্জ্বল করে।
  9. ঠোঁটে প্রাকৃতিক রঙ আনতে স্ট্রবেরি :
    স্ট্রবেরি পেস্ট ঠোঁটে লাগিয়ে ১০ মিনিট রাখুন। এটি ঠোঁট নরম করে ও হালকা লালচে রঙ দেয়।
  10. ত্বক টানটান রাখতে ডিম ও লেবুর প্যাক :
    ডিমের সাদা অংশ ও লেবুর রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি পোরস ছোট করে ও ত্বকে টান আনে।